সোমবার, ৪ মার্চ, ২০১৩

মানুষের কন্ঠ যে নকল করা যায় , তার প্রমান দেখুন - সমাজের উচ্ছিষ্ট কিছু ব্লগার নামের নাস্তিক কুলাঙ্গার ইসলাম কে হেয় করার জন্য কুরআনের মুফাচ্ছির আল্লামা সাঈদী কে নিয়ে কুতসা রটনা করছে।

http://www.youtube.com/watch?v=tGUGXe47nyE&feature=youtu.be
মানুষের  কন্ঠ  যে নকল  করা  যায় , তার প্রমান দেখুন - সমাজের উচ্ছিষ্ট  কিছু ব্লগার  নামের নাস্তিক কুলাঙ্গার ইসলাম কে হেয়  করার  জন্য কুরআনের মুফাচ্ছির  আল্লামা  সাঈদী  কে  নিয়ে  কুতসা রটনা করছে - বিচারপতি নিজামুল হক  নাসিম ও ব্রাসেলস  এ  অবস্থানরত  জিয়াউদ্দিন  স্কাইপি  কেলেংকারি  ধামাছাপা  দিতে  এই  কাজ  করেছে। 
দেখুন  সাবেক  মার্কিন  প্রেসিডেন্ট কে  নিয়ে কিভাবে  কন্ঠ  নকল করে ভিডিও  প্রকাশ  করা  হয়েছে, বাংলাদেশের  কিছু  মাদকাসক্ত চরিত্রহীন  ব্লগার  বিশ্ব- বরেণ্যে  মুফাচ্ছির  আল্লামা  সাঈদী  কে  নিয়ে কুতসা  রটনা  করে , তার  চরিত্র  হনন  করার  চেষ্টা  করা হয়েছে,

নাস্তিক  ব্লগারেরা  সাঈদীর জনপ্রিয়তা   সহ্য করতে  না  পেরে,  সমাজে  যাতে  নাস্তিকদের  মতাদর্শ  কে  প্রতিষ্ঠা  দেওয়া  যায় আইয়ামে  জাহিলিয়াত  কায়েম করা যায় , সে  জন্য  চেষ্ঠা  চালিয়ে  যাচ্ছে, কিন্তু  বিশ্বে সাঈদীর কোরআন  প্রিয়  ভক্ত  বেচে  থাকতে  তা  কোনো  দিন  সফল  হতে   দিবে  না, তাদেরকে  তসলিমা  নাসরীনের  মত বাংলাদেশ  থেকে  বিতাড়িত  করা  হবে শীগ্রই, ইনশাল্লাহ ।
নাস্তিকরা ,  আল্লামা সাঈদী  কে     জামাত  শিবিরের   ব্যক্তি  হিসেবে  বেচে  নেওয়ায় , বড়  ভুল  করেছে, তার  পরিচয়  জননন্দিত বিশ্ব-বরেণ্যে  মুফাচ্ছিরে  কুরআন, দীর্ঘ ৫০ বছর  কুরআনের  দাওয়াত  দিয়ে  তৈরী  করেছেন প্রাণ  প্রিয়  ভক্ত । যার  প্রমাণ  মিলেছে  স্বাধীন  বাংলাদেশে  তাকে    সাজানো  ফাসির  রায়  দেওয়ার  সাথে  সাথে  কোটি কোটি কোরআন  প্রিয়  সাঈদী  ভক্তরা  নিজের  জীবন  কে  বিলিয়ে  দিতে, রাজপথে  নেমে   এসেছে,  এই  মিছিলে  বাদ  যায় নি ধর্মপ্রাণ  কিশোর, তরুন,নারী, পুরুষ,
পৃথিবীর  ইতিহাসে  বিরল  ঘটনা- কোনো  ব্যক্তির মুক্তির  জন্য  এত   নীরিহ  মানুষ  আগে  কখনও প্রাণ  দেয়  নি, কাপনের  কাপড়  পরে  তরুন রা কোন  ব্যক্তির  মুক্তি  চাওয়া   বৈরী  পরিবেশে  এতই  সোজা !!!  আল্লামা  সাঈদীর একজন কোরআন প্রিয়  ভক্ত  বেচে  থাকতে  ফাসির  কাষ্টে  ঝুলতে  দিবে না, শাহ-জালালের পুণ্যভুমি  এই  বাংলাদেশে, এই  দেশে  আছে  তিন লক্ষাধিক  মসজিদ,হাজার -হাজার  -হাজার মাদ্রাসা,বিশ্ববিদ্যালয়, কোটি-কোটি কোরআন  প্রেমিক, তাই আল্লমা সাঈদী  কে  যারা  দিব্যি  সপ্ন  দেখছেন,তাদের সত্যের  পথে  ফিরে  আসার  আমন্ত্রন  রইল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন